শব্দমুকুর হলো মুকুর অ্যাডভার্টাইজমেন্ট ডিজাইন ও মিডিয়া -
- শব্দ মুকুর জীবনযাপনের প্রতিমাসের ই- পত্রিকা, মনন মুকুর মিডিয়া ই-প্রকাশনা এবং অনান্য প্রকাশনার অনলাইন পাঠাগার।
শব্দমুকুর
বাংলাদেশের সর্বপ্রথম ও একমাত্র দ্বিভাষিক অনলাইন পাঠাগার
২৬-পৌষ-১৪৩২ বঙ্গাব্দ । ০৯ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
আজব প্রকাশ একটি স্বাধীন বাংলাদেশী প্রকাশনা সংস্থা যা ১৩ নভেম্বর, ২০২০ সালে প্রতিষ্ঠিত হয়, সাহিত্য ও সৃজনশীলতার প্রতি তাদের আগ্রহের কারণে। প্রথম দিন থেকেই এটি নতুন কণ্ঠস্বর, অনন্য গল্প এবং সাহসী ধারণার পক্ষে কাজ করে আসছে। জীবনী, কবিতা, কল্পকাহিনী, প্রবন্ধ, ভ্রমণ মৌলিক লেখা এবং অনুবাদ—এই ধারার প্রকাশনায় আজব প্রকাশ সাহিত্যের মান, মৌলিকতা এবং অর্থপূর্ণ বিষয়বস্তুকে মূল্য দেয়। আজব প্রকাশের বইগুলি গভীর ভাবনাসম্পন্ন, হৃদয় স্পর্শ করে এবং শেষ পৃষ্ঠার পরেও পাঠকদের সাথে দীর্ঘ সময় ধরে থাকে। উদীয়মান এবং প্রতিষ্ঠিত উভয় লেখকদের আবাসস্থল, আজব প্রকাশ বাংলাদেশী প্রকাশনাকে বিশ্বমঞ্চে নিয়ে যাওয়ার লক্ষ্যে নতুন সাহিত্যিক দিগন্ত অন্বেষণ করে চলেছে।
- শব্দ মুকুর জীবনযাপনের প্রতিমাসের ই- পত্রিকা, মনন মুকুর মিডিয়া ই-প্রকাশনা এবং অনান্য প্রকাশনার অনলাইন পাঠাগার।