জীবন ও সৃজনশীলতার প্রতিচ্ছবি
৯-ভাদ্র-১৪৩২ বঙ্গাব্দ । ২৪ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
শব্দ মুকুর-এ সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ। একটি ডিজিটাল ই-ম্যাগাজিন হিসেবে যা আপনাকে এক্সক্লুসিভ কনটেন্টে তাৎক্ষণিক প্রবেশাধিকার দেয়, আমাদের রিটার্ন এবং রিফান্ড নীতিমালা নিচে ব্যাখ্যা করা হলো।
শব্দ মুকুর-এর সকল সাবস্ক্রিপশন সফল পেমেন্টের পর তাৎক্ষণিক ডিজিটাল কনটেন্ট অ্যাক্সেস প্রদান করে। ডিজিটাল পণ্যের স্বভাব অনুযায়ী, যেসব সাবস্ক্রিপশন ইতিমধ্যে প্রক্রিয়াকৃত ও অ্যাক্সেস করা হয়েছে, সেগুলোর জন্য আমরা রিফান্ড প্রদান করি না।
আপনি যদি মনে করেন যে আপনাকে ভুলভাবে বিল করা হয়েছে, তাহলে দয়া করে অবিলম্বে আমাদের সাথে যোগাযোগ করুন: editor@mukuradam.org। আমরা আপনার অনুরোধ পর্যালোচনা করব এবং উপযুক্ত মনে হলে আমাদের বিবেচনায় রিফান্ড বা সংশোধন প্রদান করব।
বিরল ক্ষেত্রে, যদি ডুপ্লিকেট পেমেন্ট হয়ে থাকে বা কোনো প্রযুক্তিগত ত্রুটির কারণে কনটেন্ট অ্যাক্সেস সম্ভব না হয়, তাহলে আমরা রিফান্ড প্রদান করতে পারি। এধরনের অনুরোধ লেনদেনের ৭ দিনের মধ্যে জানাতে হবে। Stripe or SSLCommerz-এর মাধ্যমে সম্পন্ন যেকোনো পেমেন্টে এই নীতি প্রযোজ্য।
আমাদের রিটার্ন এবং রিফান্ড নীতি সম্পর্কে যদি আপনার কোনো প্রশ্ন থাকে, তাহলে দয়া করে যোগাযোগ করুন: editor@mukuradam.org
শব্দ মুকুর-এ সাবস্ক্রাইব করে আপনি এই রিটার্ন এবং রিফান্ড নীতিমালায় সম্মত হচ্ছেন।